ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর নোয়া চাচা মিয়া আব্দুল ওয়াদুদ (৬৬) রোববার ভোররাতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর ইমাম বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় অন্যান্যের মধ্যে খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান,নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, খুলনা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মুন্সী মইনুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, এ্যাড. আবু ইউসুফ মোল্যা, মাওঃ মুক্তার হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খান জাহানারা থানা মাঠের আমির ডাক্তার সৈয়দ হাসান মাহমুদ টিটো, জেলা শিবির সভাপতি মোঃ ইউসুফ ফকির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।