Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:০২:১৮ পিএম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: ফিরোজ সরকার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই।

সর্ব প্রথম এডিস লার্ভা জন্মানোর উৎস বন্ধ করতে হবে। কোথাও এডিশ মশা জন্মাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বুধবার বিকেল ৩টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধকপ্লে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এডিশ মশার বংশ বিস্তার করতে না পারে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে হবে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সরদার আহমেদ অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: জাহিদুর রহমান, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর প্রমূখ।

এর আগে খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: ফিরোজ সরকার তিনি উপজেলা চত্ত্বরে আমগাছের চারা রোপন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহমজুরী ও শুকনা খাবার বিতরণ করেন। এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সাতজনকে বিনাসুদে সাড়ে তিন লাখ টাকা ঋণ প্রদান করেন।এসময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্র্যক্রম পরিদর্শণ করেন।

এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)