ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহমজুরি ও শুকনা খাবার বিতরণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ফিরোজ সরকার।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চত্বরে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।