Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএসপির দুই কবির স্মরণে বৃক্ষরোপণ

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ১০:০৬:২৬ এম

নিজস্ব প্রতিবেদক: কবি অধ্যাপক মো. সামসুজ্জামান ও কবি সন্তোষ কুমার কুণ্ডুর স্মরণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) উদ্যোগে যশোর সদরের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ফলজ বৃক্ষরোপণের উদ্বোধন করেন কবি সন্তোষ কুমার কুণ্ডুর পত্মী সবিতা কুণ্ডু ও চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন এবং চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরুদা খানম।

এসময় বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সভাপতি আহমদ রাজু, সাবেক সভাপতি এডিএম রতন, সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, প্রভাষক আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক শাহিনুর আক্তার, আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত. বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সাবেক সভাপতি, অধ্যাপক মো. সামসুজ্জামান যশোর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। ২০২০ সালের ৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়া বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য কবি সন্তোষ কুমার কুণ্ডু ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি সালে ২০১০ সালের ১০ আগস্ট মৃত্যুবরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)