Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় নিম্নচাপে বাঁধ ভেঙে বিপর্যয়

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:০২:১৮ পিএম

ম.ম.রবি ডাকুয়া, মোংলা: নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপের কারণে মোংলার বিভিন্ন এলাকায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় মোংলা চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙার সাথে সাথেই তীব্র স্রোতে ডুবে গেছে গ্রাম, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বেড়িবাঁধের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের গ্রামগুলো। পানির তোড়ে নদীতে ভেসে যায় ঘেরের মাছ, ধানক্ষেত, সবজি ক্ষেত ও গবাদিপশু। এতে জীবিকা হারিয়ে হতাশায় ভুগছেন চাষি ও কৃষকরা।

মোংলা জালচিরা গ্রামের মৎস্যচাষী মিঠুন জানান, ‘বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের মান খারাপ ছিল। বিভিন্ন সময়ে মেরামতের দাবি জানানো হলেও যথাযথ উদ্যোগ নেয়া হয়নি। এবার পানির চাপ বাড়ায় দুর্বল অংশ ভেঙে পড়েছে।

এদিকে, ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েক ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, ‘বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না হয়, তবে আরও বড় বিপর্যয় নেমে আসবে।’

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)