Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ার ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:৫৩:৫৩ পিএম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার যুগিখালি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার যুগিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করে খালেদা জিয়া-তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন পারভেজ, এমএ রব শাহিন, কৃষকদল নেতা মনিরুজ্জামান, মোতাহার হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল করিম ও আব্দুল জব্বার। সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)