Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইঞ্জিন বিকল : ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ৮ জেলে উদ্ধার

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:৫৬:২২ পিএম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের ফেয়ার বয়ার ৫ নাম্বার এলাকায় দুই দিন ধরে ভাসতে থাকার পর কোস্ট গার্ডের  সহযোগিতায় ৮ জেলেসহ ফিশিং ট্রলার উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় খাবার ও সেবা দিয়ে ১৮ আগস্ট সকালে হারবাড়িয়া এলাকার নদীর তীরে নিরাপদে পৌঁছে দিয়েছে  কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিমজনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টগার্ড ও উদ্ধার হওয়া জেলেদের সুত্রে জানা যায়, গত ১৪ আগস্ট এমবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার বরগুনা থেকে বঙ্গোপসাগরে উদ্দেশ্যে মাছ ধরতে যায়। তিন দিন সাগরে চলার পর হঠাৎ ফিশিং ট্রলারটির ইঞ্জিনে ১৬ আগস্ট সকালে ত্রুটি দেখা দেয়। গভীর সাগরে ভাসতে থাকা অবস্থায় নেটওয়ার্কের মধ্যে না থাকায় হঠাৎ ভাসতে ভাসতে ১৭ই আগস্ট রাতে দশটার দিকে মোবাইলে নেটওয়ার্ক পায় জেলেরা। পরে জেলেরা কোস্টগার্ডের সহযোগিতা চেয়ে ১৬ ১১১ নম্বরে ফোন করে। ফোন পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট  গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ উদ্ধার অভিযান চালায়। পরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে সংলগ্ন পাঁচ নম্বর এলাকা থেকে ৮ জেলেসহ ফিশিং ট্লারটি উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেরা হল আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক, সজীব, আলম, জাকারিয়া, রাকিব ও কামাল হোসেন। উদ্ধার ও জেলেদের বাড়ি পিরিজপুর জেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। পরে কোস্টগার্ড উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে নিরাপদ স্থান হাড়বাড়িয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে মংলা কোস্টগার্ড পশ্চিমজনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন আরো বলেন্ বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার নদী ও সাগরে নিরাপত্তা নিশ্চিত কাজ করে আসছে ভবিষ্যতেও করবে বলে তিনি প্রত্যাশা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)