আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এবং আলমডাঙ্গা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মরহুম এমদাদুল হক ডাবু’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর আলমডাঙ্গা নতুন মাছবাজারে এই স্মরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। এ আয়োজনের উদ্যোগ নেন আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোঃ রাশেদুল ইসলাম ও ২নম্বর ওয়ার্ড কালিদাসপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মারফত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের সঞ্চালনা করেন।