Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:২০:১১ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার বেলা সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে সহায়তার লক্ষ্যে সাংবাদিকরা তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সঠিক সংবাদ তুলে ধরার মাধ্যমে উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে সাংবাদিক ফোরামের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনর রশিদ মৃধা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বেসরকারি সংস্থা সুশীলন এর পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু প্রমুখ।

সাংবাদিক ফোরামের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদে গাজী মিজানুর রহমান, আবু রাসেল আসকারী ও শেখ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মহসিন আলী ও আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পদে হারুন উর রশিদ, অর্থ সম্পাদক পদে শেখ আলমগীর হোসেন, অফিস সম্পাদক পদে আমির হামজা, কৃষি বিষয়ক সম্পাদক পদে ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর কবীর, ক্রীড়া সম্পাদক পদে আবুল কালাম বিন আকবর, স্বাস্থ্য সম্পাদক পদে আব্দুস সাত্তার, আইন সম্পাদক পদে হাবিল্লাহ বাহার, শিক্ষা সম্পাদক পদে আবু ঈসা, আইসিটি সম্পাদক পদে তাজুল হাসান সাদ, পাঠাগার সম্পাদক পদে জি এম গোলাম রব্বানী, প্রকাশনা সম্পাদক পদে হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী মারুফ বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে মারুফ হাসান, আব্দুল মাজেদ, আব্দুল আহাদ ও এসকে মনিরুজ্জামান মনোনীত হয়েছেন।

সহযোগী সদস্য মনোনীত হয়েছে আলাউদ্দিন, শাহনেওয়াজ সৈকত, সহকারী অধ্যাপক নুরুল আমিন, রেদোয়ান মামুন, আদর আলী, সুলতান মাহমুদ, সঞ্জয় অধিকারী।

 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)