আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার ব্যবসায়ী মেসার্স আব্দুল বারী প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সালফেট ও মানিক ২০ এসপি সার মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ফাতেমা স্টোরে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যসহ বেশ কিছু অবৈধ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে এক মাসের সময়সীমা দিয়ে সতর্ক করা হয়েছে। এর মধ্যে দোকান থেকে সকল মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ খাদ্যপণ্য সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মাহফুজুর রহমান (রানা), আলমডাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।