Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় স্ত্রীকে কুপিয়ে  হত্যা,  স্বামী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:০৪:১৪ পিএম

 

মোংলা প্রতিনিধি: মোংলায় সন্ত্রাসী স্বামীকে তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে প্রথমে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। রাতে স্বামী দুলাল শেখকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গত তিন বছর পূর্বে চিলা গাববুনিয়ার ৪ নম্বর ওয়ার্ড এলাকার মৃত্যু জাফর শেখের ছেলে দুলাল শেখ (৩৮)’র সাথে একই এলাকার ইদ্রিস শেখের মেয়ে রঞ্জিলা বেগমে (২৮)’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জিলাকে মারধরসহ বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে আসছিল দুলাল। এ ঘটনায় এলাকায় বেশ কয়েকবার সালিশও হয়েছে কিন্ত কোনো সমাধান করতে পারেনি এলাকাবাসী।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার সাবেক মেম্বার বিএনপি নেতা খবির শেখ প্রভাবশালী হওয়ায় তার ভাই দুলাল শেখ বেপরোয়াভাবে অপরাধমূলক কার্যক্রম চালাতো। তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যা ও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। রঞ্জিলা বেগম স্বামী দুলালের নির্যাতন ও মারধরের ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরিসহ অভিযোগও করা হয়েছিল। পরে স্বামীর নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামী দুলালকে ডিভোর্স দেয় রঞ্জিলা বেগম। এরপর থেকেই তার বাবার বাড়িতে অবস্থান করছিল রঞ্জিলা। কিন্ত ডিভোর্স দেয়ায় স্বামী দুলাল ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে বাবা ইদ্রিস শেখের বাড়িতে গিয়ে প্রথমে কথা বলার জন্য স্ত্রী রঞ্জিলাকে পিছনের একটি ঘরে ডাকে। সেখানে আসার সাথে সাথে তার মাথায় প্রথমে ইট দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে রঞ্জিলা। পরে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুলাল। এ সময় রঞ্জিলার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেয় চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার ভোরে মারা যায় রঞ্জিলা বেগম।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী দুলাল শেখকে গাববুনিয়ার জোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে। বুধবার সকালে তড়িঘড়ি করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। রঞ্জিলা বেগমের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মোংলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানায় স্বজনরা।

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, চিলা এলাকা থেকে আসামি দুলাল শেখকে আটক করা হয়েছে। বুধবার ভোরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তবে দুলালের বিরুদ্ধে অনিত অভিযোগের ব্যাপারে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, দুলাল শেখ’র আগেও একটি বিয়ে ছিল এবং তার দুটি সন্তান রয়েছে, সেই স্ত্রীকেও মেরে ফেলার অভিযোগ এলাকাবাসীর। পরে দুই কন্যা সন্তানের জননী রঞ্জিলাকে বিয়ে করে দুলাল শেখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)