আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়া এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সামিট বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সামিটে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন নিগারসিদ্দিকী ডিগ্রী কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র অঞ্চল ডিরেক্টর মমতাজুর মুর্শিদ কলিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার সভাপতি আল আমিন হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ২য় স্থান অধিকারী সাবেক শিক্ষার্থী হাসানুল ইখতিয়ার কিরণ, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন রুমন, ইমরান হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফাউন্ডেশনের শিক্ষা ও প্রচার সম্পাদক মর্তুজা আহমেদ, আরফিনসহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ-সভাপতি শাওন হোসেন বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু শিক্ষিত নয়, বরং দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হোক। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী নুরুজ্জমান সজিব বলেন, এই আয়োজন তাদের নতুন করে স্বপ্ন দেখতে এবং লক্ষ্য নির্ধারণ করতে অনুপ্রাণিত করেছে। ৯ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আজকের সামিট আমাকে শিখিয়েছে কীভাবে পরিকল্পিতভাবে সেই লক্ষ্যে এগোতে হবে।