কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের মেয়ে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যার্শী গরীবের ডাক্তার অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমের বোন এবং স্কুলের ১৯৮১ সালের কৃতি শিক্ষার্থী কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর প্রত্যেককে এ সময় মাসিক ৫ শ’ টাকা করে এককালীন ৩ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় বৃত্তির টাকা প্রদানকালে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মুহিত এর সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আকছেদুর রহমান, প্রকৌশলী ড. হোসনে আরা বানুর ভাই বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহ্ছান কবির টুটুল, সহকারী শিক্ষক মাওলচনা মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, ভরত চন্দ্রসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।