ফুলতলা (খুলনা) প্রতিনিধি: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফুলতলা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় হাবিবুর রহমান মিলনায়তনে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, দুর্নীতি দমন কমিশন খুলনার সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আহম্মদ, ওসি মোঃ জেল্লাল হোসেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মহাসিন বিশ্বাস, প্রতিরোধ কমিটির সদস্য শেখ মনিরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গৌরহরি দাস, রত্না রানী স্বর প্রমুখ। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম হয়েছে পাবলিক স্কুল এন্ড কলেজ (ইংরেজী), শ্রেষ্ঠ বক্তা খন্দকার তাসিম বিন শহীদ কলেজ পর্যায়ে পাবলিক স্কুল এন্ড কলেজ (ইংরেজী), শ্রেষ্ঠ বক্তা রুকাইয়া জান্নাত এবং রচনা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে প্রথম গিলাতলা আহমাদিয়া দখিল মাদ্রাসার আবিদা সুলতানা নুসরাত, ৯ম-১০ম শ্রেণির প্রথম হয়েছে তাসিম বিন শহীদ, কলেজ পর্যায়ে প্রথম হয়েছে ফুলতলা সরকারি মহিলা কলেজের পায়েল আক্তার মিম। এ সময় উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও অন্যান্য সামগ্রী দিয়ে পুরস্কৃত করা হয়।