ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক তোফাজ্জেল হোসেন পলাশ (২১) খুলনার দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন । ব্যবসায়ী
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তোফাজ্জেল হোসেন মোংলা থেকে মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। লকপুরের খাজুরা এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।