শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোলে যাত্রা শুরু করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশিখা। শনিবার (২৩ আগস্ট) সকালে “এসো আলোকিত হই” প্রতিপাদ্য নিয়ে বেনাপোল পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান। জুলাই জাগরণ স্মরণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হুসাইন জয়। প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সৃজনশিখার উপদেষ্টা মোঃ নুরুজ্জামান লিটন।
প্রতিযোগিতায় বেনাপোল পৌর এলাকা ছাড়াও বাইরের বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক মফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজনও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শুরুতে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেষে পৃথক তিন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃজনশিখার উপদেষ্টা মোহসিন হোসেন হৃদয়।