Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বুধহাটা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:০৫:০৯ পিএম

 

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহবায়ক ও টিম লিডার  আক্তারুজ্জামান আক্তার, সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, সদস্য মাসুম বিল্লাহ শাহিন, যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি’র সদস্য আসিফুর রহমান তুহিন, চেয়ারম্যান রুহুল কুদ্দুস, মশিউল হুদা তুহিন, শেখ আব্দুর রশিদ, সার্স কমিটির সদস্য কবির ঢালি, খোরশেদ আলী, শাহরিয়ার জামান, আব্দুল কুদ্দুস গাজী, শওকত হোসেন ও  মামুন হোসেন প্রমুখ।

সম্মেলনে গোপন ব্যলটের মাধ্যমে ১ নম্বর ওয়ার্ডে সভাপতি ইউনুছ আলী সরদার, সম্পাদক শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ২ নম্বর ওয়ার্ডে মজনু রহমান সভাপতি, মফিজুল ইসলাম সম্পাদক ও আয়ুব আলী সাংগঠনিক, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রব, শাহেরুল ইসলাম সম্পাদক ও রহমতুল্লাহ সাংগঠনিক, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুছ, সম্পাদক তারিকুল ইসলাম ও  সাংগঠনিক শাহিন আলম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী বিশ্বাস, সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠনিক নূরুল ইসলাম মিলন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শওকত আলী, সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক মনিরুল ইসলাম, ৭নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মোস্তাজুল ইসলাম ও সাংগঠনিক জুয়েল মামুন, ৮নম্বর ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, সম্পাদক শরিফুল ইসলাম ও সাংগঠনিক আবু শাহিন পলাশ ও ৯নম্বর ওয়ার্ড সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এরশাদ আলী, সম্পাদক মইনুদ্দীন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু মুছা

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)