পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। রোববার দুপুরে উপজেলার শহিদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, শহিদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জলি রানী শীল, সিনিয়র শিক্ষক কনিকা ঘোষ, জি,এম শওকত হোসেন, শংকর প্রসাদ মুনি, রীতা রায়, ফাতেমা খাতুন, তপন কুমার মণ্ডল, মোহাম্মদ মহিববুল্লাহ, সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ, অমিতাভ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান (রনি), মোস্তাফিজুর রহমান(বুলবুল), সুশান্ত কুমার হালদার, রাবেয়া খাতুন, অফিস সহকারী মোমিনুর রহমান, মোজাম আলী সরদার, সেলিনা খাতুন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্বরে আশফল, পেয়ারার চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।