কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক রুবেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ, অ্যাকাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ শাহী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল সাহা, শিক্ষক আব্দুর রউফ প্রমুখ। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়।প্রথমদিনে বিতর্ক প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।