ক্রীড়া প্রতিবেদক: যশোরে আজ মঙ্গলবার শুরু হবে জাতীয় কাবাডি লিগ রুপসা জোনের খেলা (পুরুষ/মহিলা)। তারুণ্যের উৎসব জাতীয় এ আসর চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী এ আসর। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার অনুষ্ঠিত হবে জাতীয় এ লিগ। আজ বিকেল ৪ টায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম খেলার উদ্বোধন করবেন। খুলনা বিভাগের ৮টি জেলা দল যশোর ভেন্যুতে অংশ নেবে (পুরুষ/মহিলা)। দলগুলো হলো-স্বাগতিক যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা। যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর এ তথ্য দেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নিবাস হালদার বলেন, ২ টা গ্রুপে বিভক্ত হয়ে হবে খেলা। সেরা ২ টি দল নিয়ে সেমিফাইনাল ও বিজয়ীদের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সকালে খেলা শুরু হবে। বিকেলে অনুষ্ঠানিকভাবে যশোর ভেন্যুর উদ্বোধন করা হবে। এরই মধ্যে খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।