নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: মহেশপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়েছে।
রোববার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, রুবেল খান, পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযানকালে মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতালকে ৫ হাজার টাকা এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান ও নিয়মকানুন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার স্বার্থে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।