Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒# জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জামায়াত ও এনসিপির

ভোট ফেব্রুয়ারিতেই, আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা : ফখরুল

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০২:১৫:৩৫ এম

স্পন্দন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে— প্রধান উপদেষ্টার কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে প্রধান উপেদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘উনি (প্রধান উপদেষ্টা) আমাদেরকে ডেকেছিলেন নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে যে, নির্বাচন সঠিক সময়েই হবে। এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত না।”

গত শুক্রবারের জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘‘রিসেন্টলি যে ঘটনা ঘটছে, আমাদের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর যে হামলা হয়েছে, এ ব্যাপারে আমাদের মতামত স্পষ্ট করে বলেছি যে, এই হমলার ঘটনা অত্যন্ত গহির্ত কাজ হয়েছে।

‘‘এই ঘটনা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। আমরা মনে করি, এ ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, সেটা সুষ্ঠুভাবে তারা করবেন।”

মির্জা ফখরুল বলেন, ‘‘আামাদের আশঙ্কা, নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যে কোনো একটি শক্তি এ ধরনের কাজ করছে। তবে ভোট ফেব্রুয়ারিতেই হবে, এটা আজকে আমাদেরকে বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত।”

রাত সাড়ে ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়।

আট সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।

অপরদিকে, রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে আওয়ামী লীগের মত জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

যমুনায় বৈঠক শেষে পৃথকভাবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের সামনে এ কথা বলেন ।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এর মধ্যে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠায় রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ দেখা দিয়েছে।

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। প্রথমে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এ বৈঠকের পর প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৈঠক করেন।

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

আরিফুল ইসলাম আদীব বলেন, “গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেসব বিষয় এখনো নিশ্চিত হয়নি।

“আমরা কিছুদিন আগে দেখেছিলাম, শহিদ পরিবার তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে এবং বেশ কিছু শহিদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহিদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন, তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি।”

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়; চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)