কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চন্দনপুর ইউনাইটেড কলেজ সম্মেলন কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। সম্মেলনের দ্বিতীয় পর্বে চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে ৯ ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি পদে ফজলুল হক সরদার, সাধারণ সম্পাদক পদে আশরাফুজ্জামান মন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম মঘু নির্বাচিত হয়েছেন।