Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:২৬:২৮ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ডিসিপ্লিন। সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৪র্থ একাডেমিক ভবনের সামনের মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ৪-০ গোলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনকে পরাজিত করে। দলের পক্ষে দুটি করে গোল করেন আবির ও আসাদ।

রোমাঞ্চকর এই ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের আবির। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান সিএসই ডিসিপ্লিনের প্রান্ত মুখার্জি। যৌথভাবে টপ স্কোরার হন বাংলার আবির ও আসাদ। সিএসই’র আমান উল্লাহ সেরা গোলকিপার নির্বাচিত হন এবং প্রমিজিং প্লেয়ার নির্বাচিত হন বাংলার আশিক।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্য বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এসময় দুই দলের খেলোয়াড়দের মাঝে ব্যক্তিগত পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল হোসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)