আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর সমূহের সাথে দুর্যোগ পুর্বাভাস, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কান্ট্রি অফিসের সহায়তায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন ইএসডিও প্রকল্পের ম্যানেজার শামছুল হক মৃধা ও মুসলিম এইড এর কো-অর্ডিনেটর এস এম মনোয়ার হোসেন। আলোচনা রাখেন, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ আঃ সালাম, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, মেম্বার শাহিনুর আলম, সিপিপি টিম লিডার রবিউল ইসলাম প্রমুখ। সিপিপি সদস্য, ইউপি সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।