ক্রীড়া প্রতিবেদক : যশোরে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় কাবাডি লিগ রুপসা জোনের খেলা (পুরুষ/মহিলা)। তারুণ্যের উৎসব জাতীয় এ আসর চলবে আগামীকাল ২৮ আগস্ট পর্যন্ত। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী এ আসর। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় এ লিগ। প্রথম দিনে বড় জয় পেয়েছে স্বাগতিক যশোরের পুরুষ ও নারী দল। উভয় দলই মেহেরপুর জেলাকে পরাজিত করে। পুরুষ দল ৫২ পয়েন্টে ও নারী দল ২৬ পয়েন্টে জয় লাভ করে। প্রথমার্ধে ৩৬-৫ পয়েন্টে এগিয়ে থাকা যশোর পুরুষ দল শেষ পর্যন্ত জয় পায় ৭১-১৯ পয়েন্টের ব্যবধানে। যশোর ৪ টি বোনাস ও ৫টি লোনা পয়েন্ট অর্জন করে। বিপরীতে মেহেপুর ২টি বোনাস পয়েন্ট পায়। যশোর পুরুষ দলের পক্ষে ম্যাচে অংশ নেন রাসেল হোসেন, মাহফুজ হোসেন, আল আমিন, রুবেল হোসেন, সাগর হোসেন, খাইরুল হোসেন, ইমরান, জাহিদ হোসেন, রেজওয়ান, মান্না ও রহিম। অপরদিকে, যশোরের নারী দল প্রথমার্ধে ১৬-৭ পয়েন্টে এগিয়ে ছিলো। শেষ পর্যন্ত নারীরা জয় পায় ৪১-২৬ পয়েন্টের ব্যবধানে। এছাড়া দিনের পুরুষ বিভাগের অন্য ম্যাচ গুলোতে জয় পেয়েছে নড়াইল ও খুলনা। দিনের পথম ম্যাচে নড়াইল চুয়াডাঙ্গার বিপক্ষে ওয়াকওভার পায়। তবে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে শিরোপার অন্যতম দাবিদার নড়াইল জেলা দল। তারা ৮৩-১১ পয়েন্টের ব্যবধানে মেহেরপুর জেলা দলকে পরাজিত করে। অপরদিকে প্রথমার্ধে পিছিয়ে থাকা খুলনা ২ পয়েন্টের ব্যবধানে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে। প্রথমার্ধে সাতক্ষীরা ১৮-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় খুলনা জেলা দল। নারী বিভাগের অপর ম্যাচ গুলোয় জয় পেয়েছে কুষ্টিয়া, ঝিনাইদহ ও নড়াইল জেলা দল। কুষ্টিয়া জেলা তাদের প্রথম ম্যাচে ঝিনাইদহ জেলার বিপক্ষে ৫৩ পয়েন্টে হেরে যায়। ঝিনাইদহের ৬৪ পয়েন্টের বিপরীতে কুষ্টিয়া অর্জন করে ১১ পয়েন্ট। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় কুষ্টিয়া জেলা দল। তারা সাতক্ষীরা জেলাকে পরাজিত করে ৩৪-২০ পয়েন্টে। নারীদের অপর ম্যাচ দুই ম্যাচে জয় পেয়েছে নড়াইল জেলা। নড়াইল তাদের প্রথম ম্যাচে ৮৭-১৫ পয়েন্টে মেহেরপুর জেলাকে পরাজিত করে। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে জয় পায় তারা ৬৭-৪ পয়েন্টের ব্যবধানে। সকালে খেলা শুরু হলেও বিকেলে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বেলুন ও ফেসটুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির নির্বাহি সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সদস্য নিবাস হালদার, সাবেক ক্রিকেটার মাহাতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক রায়হান সিদ্দিকী প্রবাল, সালাউদ্দিন ইউসুফ দিলু, আরেফিন সিদ্দিকী, আইয়াজ উদ্দিন রিপন প্রমুখ। এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্ত:জেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।