Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের টিকিট পেলেন মাগুরার ৪ জন

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:২৭:২৩ পিএম

 

মাগুরা প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মাগুরার সহযোগিতায় মাগুরা জেলা ইনডোর স্টেডিয়ামে সোমবার দিনব্যাবী  অনুষ্ঠিত হলো জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা ২০২৫-এর (অঞ্চল-৩: খুলনা ও বরিশাল) বাছাইপর্ব। ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে আয়োজিত এ খেলায় মোট ৫৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় অপরাজিত থেকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছেন যদূনাথ বিশ্বাস। সমান পয়েন্ট পেলেও টাইব্রেকারে রানারআপ হন মাগুরার (পুলিশ)মো. ফয়জুল ইসলাম । তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন শারিফুজ্জামান ও রতন আলী।

এ চারজন খেলোয়াড় সরাসরি ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বি ক্যাটাগরিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন। মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে মাগুরার দাবাড়ু মো. ফয়জুল ইসলাম পুলিশ সদস্যকে । খুলনা জেলা পর্বে তিনি  অসাধারণ খেলার মাধ্যমে এবার জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)