কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় নব্বই দশকের ছাত্র সংসদের উদ্যোগে ১৯৯০ থেকে ২০২৪ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়ছে। সোমবার কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক, ডাকসুর সাবেক বিজ্ঞান মিলনায়তন সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি উৎসবমুখর পরিবেশে বৃহৎ কলেবরের মিলনমেলা অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক এমএ রব শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুবদল নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা খালিদ খান প্রমুখ। প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ নভেম্বর কলারোয়া সরকারি কলেজ ময়দানে মিলনমেলার অনুষ্ঠানের দিন নির্দিষ্ট করা হয়েছে। অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সাবেক ছাত্র নেতাদের জন্য ২ হাজার টাকা ও পরিবার-পরিজন ৫০০ টাকা এবং বর্তমান ছাত্রদল নেতাদের এক হাজার টাকা ও শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা।