Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও দুই নারী আসামি গ্রেফতার

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:৫৪:৩০ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে আলাদা অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার দুই নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে বেনাপোল পোর্ট থানার এএসআই এসএম আইয়ুব আলী সংগীয় ফোর্সসহ বড় আচঁড়া গ্রামে অভিযান চালায়। এসময় স্থানীয় যুবক মোঃ হাবিবুর রহমান (২৮) কে আটক করেন। পরে, তার প্যান্টের পকেট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৯শ’ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের হয়েছে। আটককৃত হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

অপরদিকে, বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী টিকটকার সুরভী খাতুন (২১) কে মারধর ও জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই নারী আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। তারা হলেন- বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের বাবলুর রহমানের স্ত্রী ইসমতারা (৩৬) ও শিকড়ী গ্রামের শাহিনের স্ত্রী মারিয়া (১৯)। আটককৃতরা- টিকটকার সুরভী খাতুনের জা ও জা-এর মেয়ে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার বিকেলে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)