ফরহাদ খান, নড়াইল: ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’-এ স্লোগানে নড়াইল সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মিলনায়তনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, সঞ্চয়কৃত চেকসহ স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইল সদরের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি নড়াইলের উপ পরিচালক গোলাম রছুল, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সদরের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুজন কুমার। আরো বক্তব্য রাখে-উপকারভোগী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া স্নেহা, ফাইমা ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে সঞ্চয়ের টাকা ছাড়াও বিনামূল্য প্রশিক্ষণ সামগ্রী, স্যানেটারি নাপকিন, খাতা, কলম ও স্কুলব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাল্যবিয়ে না বলুনসহ বিভিন্ন সচেতনমূলক কার্ড প্রদর্শন করা হয়।