ফুলতলা (খুলনা) প্রতিনিধি: স্বাধীন ফুটবল একাডেমির মাঝে খুলনা জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে ফুলতলার দামোদর হাই স্কুল মাঠে মঙ্গলবার বিকালে ফুটবল বিতরণ করা হয়। তিনি এ সময় পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান। এ সময় উপস্থিত ছিলেন দামোদর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী সর্দার, দামোদর ইউনিয়ান যুবদল নেতা আলামিন মোল্লা, ফুলতলা উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুব বিষয়ক সম্পাদক প্রিন্স ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।