দাকোপ প্রতিনিধি: দাকোপ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জি.এম এহতেশাম রেজা নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রিজাইডিং অফিসার হিসাবে ভোট গ্রহণ করেন। উল্লেখ্য গত ৪ আগস্ট ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাকোপ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জি.এম এহতেশাম রেজা ও মনিরুল ইসলাম দুইজন প্রার্থী সমান সংখ্যক ভোট পান। ওই নির্বাচনে সভাপতি পদে মোঃ শামীম হোসেন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে বিধান চন্দ্র ঘোষ পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে স্বপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে প্রবীর কুমার রায়, এবং কার্যনির্বাহী সদস্য জয়ন্ত রায় ও মোঃ জাহিদুর রহমান নির্বাচিত হন। নির্বাচন পরিচালনায় আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন ও সদস্য সচীব হিসাবে থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন।