ক্রীড়া প্রতিবেদক : জাতীয় কাবাডি লিগ রূপসা জোনের খেলার (পুরুষ/মহিলা) আজ সমাপনী। তারুণ্যের উৎসব জাতীয় এ আসরে পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে সাতক্ষীরা ও খুলনা জেলা দল এবং নারী বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে নড়াইল ও ঝিনাইদহ জেলা দল। আজ বৃহস্পতিবার পুরুষ ও নারী বিভাগের ফাইনাল শেষে আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ করবেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলায় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যশোরের নারী-পুরুষ উভয় দল। পুরুষ দল খুলনার ও নারী দল ঝিনাইদহের কাছে ৪৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেয় যশোর জেলা দল। এছাড়া পুরুষ বিভাগের অপর সেমিফাইনালে জয় পেয়েছে সাতক্ষীরা জেলা জেলা দল। নারী বিভাগের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে নড়াইল জেলা দল। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা ও নড়াইল জেলা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে সাতক্ষীরা জেলা দল জয় পায় ৪৩-২৫ পয়েন্টের ব্যবধানে। সাতক্ষীরা প্রথমার্ধে ২৫-১১ এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি নড়াইল। পুরুষ বিভাগের অপর সেমিফাইনালে স্বাগতিক যশোরকে ৩৩-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে যায়গা করে নেয় খুলনা জেলা দল। যদিও ম্যাচের প্রথমার্ধে ১৭-১০ পয়েন্টে এগিয়ে ছিল যশোর। তবে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে খুলনা। নারী বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নড়াইল ও কুষ্টিয়া জেলা দল। এ ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি কুষ্টিয়া। নড়াইল জয় পায় ৮৪-৭ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক যশোরের বিপক্ষে ৬২-১৫ পয়েন্টে জয় পায় ঝিনাইদহ জেলা দল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে নড়াইল ও ঝিনাইদহ জেলা দল। একঘন্টা পর পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হবে খুলনা ও সাতক্ষীরা জেলা দল।