ক্রীড়া প্রতিবেদক : যশোরে তিনদিনব্যাপী জাতীয় কাবাডি লিগ রুপসা জোনের খেলা (পুরুষ/নারী) বৃহস্পতিবার শেষ হয়েছে। পুরুষ বিভাগে আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল ও রানার্স আপ হয় সাতক্ষীরা জেলা দল এবং নারী বিভাগে শিরোপা জিতেছে ঝিনাইদহ জেলা দল এবং রানার্স আপ হয়েছে নড়াইল জেলা দল। একই সাথে পুরুষ ও নারী বিভাগের চ্যাম্পিয়ন দল উন্নিত হলো চূড়ান্ত পর্বে। সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ২ টি ফাইনাল ম্যাচ হয়। পুরুষ বিভাগে সাতক্ষীরা জেলা দল ও খুলনা জেলা দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৯ পয়েন্ট। প্রথমার্ধে ১৯-১০ পয়েন্টে এগিয়ে থাকা খুলনা জয় পায় ৪১-২২ পয়েন্টের ব্যবধানে। একই মাঠে নারী বিভাগে শিরোপা জিতেছে ঝিনাইদহ জেলা দল। তারা ২৪-১৮ পয়েন্টের ব্যবধানে নড়াইল জেলাকে হারায়। প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেরা ক্যাচার হয়েছেন খুলনা জেলা দলের আশরাফুল, সেরা রাইডার সাতক্ষীরা জেলা দলের নাইম শেখ ও সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার জেলা দলের সুমন। নারী বিভাগের সেরা ক্যাচার হয়েছেন নড়াইলে জেলা দলের সোনালী, সেরা রাইডার ঝিনাইদহ জেলা দলের রুনা খাতুন ও সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ইভা। খেলা শেষে আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলা। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সদস্য নিবাস হালদার, সাবেক ক্রিকেটার মাহাতাব নাসির পলাশ প্রমুখ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতা গত মঙ্গলবার শুরু হয়। প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১৫টি জেলা দল অংশ গ্রহণ করে।