Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে যুবকের  রহস্যজনক মৃত্যু

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০২:০৮:৪৬ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল সীমান্তের আলোচিত পুটখালী চরেরমাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্যজনক বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশে বাংলাদেশ সীমান্তের নির্জন এলাকা চরের মাঠ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার এস আই খাইরুল ইসলাম বলেন, সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এখনও পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। অজ্ঞাত এই ব্যক্তির মৃত্যুর রহস্য যশোর পিবিআই তদন্ত করবে বলে জানান তিনি।

পুটখালী সীমান্তের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান-সে আদৌ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে নাকি অন্যকেউ তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা তদন্ত করলে রহস্য উম্মোচন হতে পারে। কারণ-এর আগেও এই সীমান্ত থেকে কখনও গাছে, কোনও সময় নদী থেকে আবার কখনও নির্জন ঝোপ থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার হয়েছে। যা ছিলো বহিরাগত বড় ধরনের চোরাচালানীর। এই লাশ সেই ধরণের কিনা তা খতিয়ে দেখছে আইনশৃংখলা বাহিনী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)