Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মানিব্যাগ-কোমর থেকে ৮ কোটি টাকার সোনার বার উদ্ধার, যশোরে আটক ৩

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০২:০৮:৪৬ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা আলাদা অভিযানে প্রায় ৮ কোটি মূল্যের ৩৬পিস সোনার বারসহ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা মানিব্যাগ ও কোমরের বিশেষ কায়দায় লুকিয়ে সোনার বার পাচার করছিল।

আটককৃতরা হলো, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের লোন অফিস পাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাইফুল¬াহ্ সিদ্দিকী জানান, বিজিবির একটি টিম সকাল সাড়ে ৬টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয়। এসময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল¬াশি চালিয়ে সাজিদকে আটক করে। এরপর তার মানিব্যাগ থেকে ২টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবির অপর একটি টিম সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার অবস্থান নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালায়। এসময় তারা জাহিদ ও বাপ্পিকে আটক করে। এরপর তাদের কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৪ সোনার বার উদ্ধার করা হয়। দুই অভিযানে উদ্ধার করা সোনার ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।

বিজিবির কর্মকর্তা কর্নেল সাইফুল¬াহ্ সিদ্দিকী আরও জানান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানিয়েছে, ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে। এরপর যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনারবারগুলো নিয়ে যাচ্ছিল। তাদের মামলা দিয়ে যশোর কোতোয়ালি পুলিশে সোপর্দ করা হলে পুলিশ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)