প্রেসবিজ্ঞপ্তি : যশোর মার্শাল আর্ট একাডেমীর দ্বিবার্ষিক বেল্ট পরীক্ষা স্টেডিয়াম, জিমনেসিয়াম, বাস্কেটবল গ্রাউন্ডে ২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়। পরীক্ষা প্রধান প্রশিক্ষক সেনসি আমিনুল ইসলাম মিন্টু এর তত্বাবধানে বিভিন্ন ক্যাটাগরির বেল্ট গ্রেডিং পরীক্ষায় একাডেমীর ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। এ পরীক্ষা জিমনেসিয়ামে বাস্কেটবল গ্রাউন্ড প্রশিক্ষণ দোজোতে ভোর বেলায় অনুষ্ঠিত হয়। এই বেল্ট গ্রেডিং পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীরা সাফল্যের সাথে উত্তীর্ণ হয় এবং তারা যেন জীবনে আরও উন্নতি করতে পারে, তার জন্য সকলেই আপনাদের কাছে দোয়া প্রার্থী। বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা হলো: হলুদ বেল্ট : আইয়ুব ইসলাম ফাহাদ, স্বচ্ছ রায়, সৌরীতি রায়, তাফসির তাহির, তাহসিন রায়হান, সাদ বিন জায়েদ, বখতিয়ার হোসেন, কারী ইমাম হোসাইন, এমদাদুল হক সাদ। কমলা বেল্ট: আবু তালহা।