ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানিতে ডুবে মোস্তাক নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তাক উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মণ্ডলপাড়ার সাগর আহমেদের ছেলে।
শিশুটির নানা আনোয়ার হোসেন জানান, সকালে মোস্তাক তার সমবয়সী ছোট মামার সঙ্গে রাজহাঁস তাড়াতে গিয়েছিল। হাঁস পানিতে চলে গেলে মোস্তাকও তার পেছনে পুকুরে নেমে পড়ে এবং ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয় বিএনপি নেতা ও তাহেরহুদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি) বলেন, ‘আমি খবর পেয়েছি, সাগরের ছেলে পানিতে ডুবে মারা গেছে। এ খবর পেয়ে ছুটে এসেছি। পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।’
হরিণাকুণ্ডু থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মোস্তাক নামের শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।