নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর পৌরসভা বনাম নাটিমা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারের মাধ্যমে মহেশপুর পৌরসভা ২ গোলে নাটিমা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। খেলার প্রধান পৃষ্ঠ পোষক অধ্যাপক মতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই, জেলা নায়েবে আমির আব্দুল আলীম,মহেশপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির প্রভাষক ফারুক আহাম্মেদ, সেক্রেটারী প্রভাষক ইসমাইল হোসেন পলাশ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির নওফেল হোসেন,যুব ও ক্রীড়া বিভাগের জেলা সভাপতি অ্যাড. ইসমাইল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের মহেশপুর সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।