শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোলে বাড়ির সামনে উঠোনে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাত ৩টার দিকে বেনাপোল পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামে এ নৃশংস হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের হানিফ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান প্রতি শুক্রবার বেনাপোল চেকপোস্ট এলাকায় গরু জবাই করে মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে তিনি গরু জবাইয়ের জন্য ধারালো ছুরি নিয়ে বাড়ি থেকে বের হন। তবে এদিন নির্ধারিত সময়ে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মাংসের দোকানে না পৌঁছালে তার সহকর্মীরা খোঁজ নিতে মিজানের বাড়িতে যান। এ সময় মিজানুরের স্ত্রী বাড়ির গেট খুলে উঠানে এসে স্বামীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তের স্রোতে ভেসে থাকা জবাইকৃত মিজানের নিথর দেহ উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
নিহতের ভাই জুলু মিয়া অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ড ব্যবহৃত ধারালো ছুরিটি ছিল মিজানুর রহমানের নিজের কসাইখানায় ব্যবহারের ছুরি। তিনি বলেন, “বাড়ির ভেতরে খুন হলো, অথচ কেউ কিছু জানলো না। এটা পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড।” তিনি এ হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হলে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।