শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান। সভাপতিত্ব করেন বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোঃ রিয়াছাত আলী।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির হযরত মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মোঃ রিজাউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বাংলাদেশ ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মেহেদী,