Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ওয়ার্ড আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

এখন সময়: সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০২:০৭:০৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার  রাত সোয়া ৯ টার দিকে উপজেলার  রাজগঞ্জ বাজারের হবিবার ওরফে হবির চিড়া মিলের সামনে রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত মাস্টার আজহার আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, ঘটনার রাতে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে রাস্তার ওপর ডেকে নেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আশরাফুল মারা যান। রাজনৈতিক কোন্দলের জের ধরে আশরাফুল খুন হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আশরাফুল ইসলাম খুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। কারা কি কারণে তাকে খুন করেছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)