শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে এসে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ১০ জন সমর্থক। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেয়া হয়।
এসময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
যোগদানকারীরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে জামায়াত ইসলামীর কর্মী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলী, আবুহার আলী, মৃত আব্দুল মাজেদ গাজির ছেলে ও সামটা আলীয়া মাদ্রাসার শিক্ষক আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মঞ্জুর ছেলে মুকুল হোসেন, মৃত কুটি সরদারের ছেলে অহিদ হোসেন ও নাজির উদ্দিন এর ছেলে আব্দুর রাজ্জাক।
এ বিষয়ে শার্শা উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক ফারুক হাসান প্রতিক্রিয়ায় বলেন, যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা জামায়াতের খাতাকলমে কোনো নিবন্ধিত কর্মী বা সদস্য ছিলেন না।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, চারদিন আগে তারা বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের দলে গ্রহণ করা হয়।