কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাসাসের উদ্যোগে সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে বিকাল ৪ টায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম,এ কবির। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর সদস্য সচিব কামরুজ্জামান লিটন ।
উপজেলা জাসাস এর আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ আরিফুল ইসলাম এবং মেডিকেল অ্যাসিসটেন্ট নাজমুল হাসান।