মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় ইঞ্জিন বিকল মাছধরা ট্রলারে দুই দিন ভেসে থাকা স্থানীয় ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী
বাংলাদেশের সমুদ্রসীমায় যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
তারই ধারাবাহিকতায়, গত শনিবার বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ট্রলার থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’।
প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই উদ্ধার অভিযান চালিয়ে নৌবাহিনী দেখিয়েছে অসাধারণ সাহসিকতা।
জানা যায়, মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে, আন্তর্জাতিক জলসীমা সংলগ্ন এলাকায় ভেসে থাকা ট্রলারটি রাডারে শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ।