নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার যোগিহুদা গ্রামে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযানে নামেন তারা। প্রথমে কাজল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে মালেক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে মালেক পালিয়ে যায়। পরে তার সহযোগী টুটু মিয়াকে (৪৫) বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে মোট ৩৬৪ পিস ইয়াবা, ১৩ পিস কন্ট্রোল ট্যাবলেট এবং ৮৪ পিস ফয়েলসহ বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান সেনাবাহিনী।