অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার একতারপুর গ্রামের বালুর মাঠ সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল মান্নান (৪৫) যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ইমান আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে অভয়নগরের গুয়াখোলা এলাকায় একটি ভাড়া বসবাস করে এবং পেশায় ফেরিওয়ালা। ভুক্তভোগী শিশুটি একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সে স্কুলে যাওয়ার পথে একলা থাকা অবস্থায় আব্দুল মান্নান তার হাত ধরে টেনে নির্মাণাধীন ভবনটিতে নিয়ে যায়। সেখানে তিনি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। বিকাল ৪টায় স্কুল থেকে বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ এবং কান্নাকাটি করতে থাকে। মায়ের জিজ্ঞাসাবাদের পর সে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরিবারের সদস্যরা রাত ৮টার দিকে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অভয়নগর থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। অপরদিকে গ্রামবাসীদের সহায়তায় অভিযুক্ত মান্নানকে আটক করে অভয়নগর থানার পুলিশ।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদাউস শান্ত জানান, ‘শিশুটির বিশেষ অঙ্গে ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। যেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।’
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল মান্নানকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’