নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার দিনব্যাপী জলিলপুর আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটেছে শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, জিএইচ জিপি মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহেশপুর দাখিল মাদ্রসা, জলিলপুর আলিম মাদ্রসা,বৌচিতলা মাধ্যমিক বিদ্যালয়, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয় ও জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রী।
উপস্থিত ছিলেন মহেশপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবুল হোসেন লিটন,জলিলপুর আলিম মাদ্রসা অধ্যক্ষ আব্দুল হাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল বাতেন,জলিলপুর আলিম মাদ্রসা উপাধ্যক্ষ মোহাম্মদ আলী,শিক্ষক আব্দুস সেলিম প্রমুখ।