নিজস্ব প্রতিবেদক : বিএসটিআইএর অনুমোদন না থাকায় যশোর সদরের হামিদপুরের মেসার্স ইনো লুব্রিকেন্ট নামক প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার সদরের হামিদপুরের মেসার্স ইনো লুব্রিকেন্ট নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিদর্শনকালে আরব লুভ ও ইনো ইঞ্জিন অয়েল বিপুল পরিমান বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ছিল। এর কোন বিএসটিআই অনুমোদন না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের প্রতিনিধি, ক্যাবের সদস্য।