Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে দিনব্যাপী ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৪২:০৪ এম

প্রেসবিজ্ঞপ্তি : বিনামূল্যে চিকিৎসাসেবা, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, শপথ পাঠ, সেমিনার, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের ১২৯ টি দেশের সাথে তাল মিলিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৫ পালন করা হয়েছে। সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
যবিপ্রবিতে পালিত ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবসটির এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘যৌবনেই সুস্থ বার্ধক্যের প্রস্তুতি জরুরি’। এই দিবসটি প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য হলো বার্ধক্যকালে শরীরকে সুস্থ রাখা, দুর্বলতা এবং পড়ে যাওয়ার মতো সমস্যা প্রতিরোধে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা।
সকাল ১০টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিনামূল্যে চিকিৎসাসেবা উদ্বোধনের মাধ্যমে দিবসটির দিনব্যাপী কর্মসূচির শুভসূচনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে শুরু হয় কেককাটা ও আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে কবি নজরুল একাডেমিক ভবন ও স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর শুরু হয় রোটারি ক্লাব থেকে আগত বৃদ্ধাশ্রমের প্রবীণ অতিথিদের জন্য আয়োজিত বিভিন্ন হেলথ সেশন, এক্সারসাইজ ও ইনডোর গেমস্। সারাদিন চলমান এই অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৩টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান, পিটি এর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রবীণ বিষয়ে লেখক ও গবেষক হাসান আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. বাপ্পী কবিশেখর পারমিতা প্রমুখ। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবি পিটিআর বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ও যবিপ্রবির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সেমিনারটি উপস্থাপনা করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী মোঃ আরমান হোসেন, পিটি। সন্ধ্যায় পিটিআর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)